20 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » দি‌ল্লি গেলেন পিটার হাস

দি‌ল্লি গেলেন পিটার হাস


বিএনএ, ঢাকা : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারত গেছেন। বাংলাদেশ সময় শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

পিটার হাসের বাইরে থাকার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত আছে বলে একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবে মন্ত্রণালয় ও ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে কী কথা হয়েছে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস কিছু জানায়নি।

রাষ্ট্রদূত পিটার হাস গত নভেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কায় গিয়েছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ