17 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে আগুনে পুড়েছে ৮ দোকান

বরিশালে আগুনে পুড়েছে ৮ দোকান

বরিশালে আগুনে পুড়েছে ৮ দোকান

বিএনএ বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারে আগুনে পুড়েছে আটটি দোকান। শুক্রবার (২১ ডিসেম্বর) ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাসেম জানিয়েছেন।

স্টেশন অফিসার জানান, আনুমানিক ভোর রাত পৌনে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সেমি পাকা দুইটি মুদি দোকানসহ টিন কাঠের তৈরি খাবার হোটেল, কাপড়ের, ডেকোরেটর, সেনেটারির, মোবাইল সার্ভিসিং এবং চা-পানের দোকান পুড়েছে।

আবুল কাসেম বলেন, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শট সার্কিটের মাধ্যমে আগুন ধরে ওই দোকানে। রাত হওয়ায় কেউ দেখেনি। তাই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তারা গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তদন্ত না করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা দাবি করেছে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিএনএ/ সাইয়েদ কাজল,ওজি

Loading


শিরোনাম বিএনএ