24 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিএনএ, ডেস্ক :ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘শুরুর দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ। এই দুই ঘন্টা দেখেশুনে পার করতে পারলে আরও ভালো করা যাবে। মিরপুরের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো।

টস হেরে ভারতের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘’লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমারও ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। মিরপুরের উইকেট কিছুটা রহস্যময়। অনেক ঘাস আছে। আমি হতাশ নই।

বাংলাদেশ দলে আনা হয়েছে দুই পরিবর্তন। ইয়াসির আলি এবং এবাদত হোসেনের পরিবর্তে দলে নেয়া হয়েছে মুমিনুল হক এবং তাসকিন আহমেদকে। ভারতীয় দলেও একটি পরিবর্তন। কুলদিপ যাদবের পরিবর্তে নেয়া হয়েছে জয়দেব উনাদকাটকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ