বিএনএ ডেস্ক: ঋণখেলাপি থেকে মুক্তির জন্য ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের তিন মাস (অক্টোবর-ডিসেম্বর) পর্যন্ত ঋণের কিস্তির অর্ধেক টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে না।
এ সুযোগ পাবেন গত অক্টোবর থেকে চলতি ডিসেম্বরের মধ্যে যাদের কিস্তি দেয়ার সূচি আছে, কেবল তারাই।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ‘ঋণ শ্রেণিকরণ’সংক্রান্ত নির্দেশনা দিয়ে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এটি পাঠানো হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, বিদ্যমান ঋণের পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে সমকিস্তিতে প্রদেয় হবে।
তবে আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সঙ্গে এক বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি সূচি অনুযায়ী আদায় করা যাবে। এ ক্ষেত্রে ইসলামী শরিয়াভিত্তিক মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও এ নীতিমালা প্রযোজ্য হবে।
উল্লেখিত নির্দেশনা মোতাবেক ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ যথানিয়মে শ্রেণিকরণের আওতাভুক্ত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
বিএনএনিউজ২৪/ এমএইচ