33 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জাতিসংঘে মার্কিন প্রস্তাব আটকে দিল চীন

জাতিসংঘে মার্কিন প্রস্তাব আটকে দিল চীন

জাতিসংঘে মার্কিন প্রস্তাব আটকে দিল চীন

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রেখে মানবিক সহায়তা পাঠানোর উপায় বের করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার তোলা একটি প্রস্তাব আটকে দিয়েছে চীন। বেইজিংয়ের এ পদক্ষপের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন ছিল।

নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনীতিক বলেছেন, “চীন ও রাশিয়া প্রস্তাব থেকে একটি অংশ বাদ দিতে চেয়েছে যাতে বলা হয়েছে ‘আফগান সম্পদ আটক কমিটি’ যদি মনে করে তাহলে আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠানোর অনুমোদন দেবে।”

যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার বিরোধী চীন। তারা বলছে, ধাপে ধাপে নিষেধাজ্ঞা ছাড়ের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন সুস্পষ্ট করে বলেছেন, “কোনো রকমের বাধা ছাড়াই আফগান জনগণের কাছে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর সুযোগ থাকতে হবে। কোনো রকমের কৃত্রিম শর্ত ও বাধা এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।” (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ