24 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নুরের রাজনৈতিক দল গঠন শিগগির

নুরের রাজনৈতিক দল গঠন শিগগির

নুরের রাজনৈতিক দল গঠন শিগগির

বিএনএ, ঢাকা : দ্রুত সময়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে চলছে বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। ‘গণ অধিকার পরিষদ’ নামে ওই রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে বলে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বলে জানান নুরুল হক নুর।

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘কালো পতাকা ও বিক্ষোভ মিছিল’ শেষে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আজকে দেশে তারুণ্যের গণআন্দোলন শুরু হয়েছে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

ছাত্র সংগঠনটির নেতারা পল্টন মোড়ের চৌরাস্তা অবরোধ করে “অবিচারের সংস্কৃতি”র বিরুদ্ধে বক্তব্য দেন। প্রায় ঘণ্টাব্যাপী ওই অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নূর বলেন, “এক বছর আগে ছাত্রলীগের হামলা নিয়ে বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি।”

উল্লেখ্য, এক বছর আগে এই দিনে ডাকসু কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, নুর ও তার সহযোগীদের উপর হামলা চালিয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ