21 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রেললাইন ছাড়লেন রিকশাচালকরা, ট্রেন চলাচল শুরু

রেললাইন ছাড়লেন রিকশাচালকরা, ট্রেন চলাচল শুরু

রেললাইন ছাড়লেন রিকশাচালকরা, ট্রেন চলাচল শুরু

বিএনএ, ঢাকা: ব্যাটারিচালিত রিকশার চালকেরা রাজধানীর জুরাইন রেলক্রসিং থেকে সরে গেছেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন। এর আগে শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে রিকশাচালকেরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন।

রেললাইন অবরোধের সময় রিকশাচালক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়।

রিকশা চালকরা রেললাইন ছেড়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রেল চলাচল শুরু হয়।

গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেন। এর পর থেকে আন্দোলন করে আসছে ব্যাটারিচালিত রিকশার চালকরা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ