25 C
আবহাওয়া
৩:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

রাউজানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনা

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় জামিনী শীল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।সোমবার (২২ নভেম্বর) সকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত জামিনী শীল রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জয়সেন শীলের বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মুন্না জানান, সকালে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাত পরিবহনের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকলে কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে জামিনী শীল মারা যান। আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল আজম বলেন, এই ধরনের কোন তথ্য পাওয়া যায়নি। জেনে বিস্তারিত জানাচ্ছি।

বিএনএনিউজ২৪.কম/শফিউল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ