বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ১০০ মোমবাতি প্রোজ্জ্বলন করে এক অভিনব কৌশলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন এক শিক্ষার্থী। শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গনে দেখা যায় সুরবালা প্রতিকী নাম লিখে তার নিচে লাভ আকৃতির জ্বলন্ত মোমবাতির মাধ্যমে প্রিয় মানুষকে ভালোবাসা বহিঃপ্রকাশের অভিনব এই মাধ্যমের।
নাম প্রকাশ না করার শর্তে ভালোবাসা বহিঃপ্রকাশকারী বাংলা বিভাগের ঐ শিক্ষার্থী বলেন, ১০০টি মোমবাতি জ্বালিয়ে ভিন্ন ধরনের আয়োজন করে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ ঘটাতে চেয়েছি৷ সাথে সাথে ভালোবাসা যে হৃদয়ের গভীর থেকে আসা একটি বিষয় আমি তার বহিঃপ্রকাশ করেছি প্রিয় মানুষের প্রতি৷
ঐ শিক্ষার্থীর বন্ধু রুদ্র (ছদ্মনাম) বলেন, “ভালোবাসা প্রকৃতই অসম্ভব সুন্দর, তবে ভালোবাসা যে এভাবে প্রকাশ করা যায় সেটা আমার এই প্রথমা দেখ। একবিংশ শতাব্দীতে যেখানে ছেলেরা মেসেনজার , ফেসবুক, হটসঅ্যাপ, টুইটার, গুগলচ্যাট ইত্যাদির মাধ্যমে প্রেম নিবেদন করে, সেখানে এমন ভিন্নভাবে প্রেমপ্রকাশ করা সত্যিই অভিনব।
বিএনএনিউজ/ রবিউল/ এইচ.এম।