15 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী গ্রেপ্তার

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী গ্রেপ্তার

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামী মো. ছলিমুদ্দিনকে (৯০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার মো. ছলিমুদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ছলিমুদ্দিন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১’র বিচারাধীন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সে বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

চরভদ্রাসনের নদীতে চায়না জাল, ক্ষতিগ্রস্থ হচ্ছে মাছের বংশবিস্তার

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, অভিযুক্ত মো. ছলিমুদ্দিন ১৯৭১ সালের ১২ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য সৈয়দ হোসাইন আহমেদের নির্দেশে মো. ছলিমুদ্দিনসহ ১৫ থেকে ১৬ জন সশস্ত্র রাজাকার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। একই দিনে নিরীহ ব্যবসায়ী গোপাল চন্দ্র কর’কে অপহরণ করে পাকিস্তান আর্মি ক্যাম্পে রেখে অমানুষিক নির্যাতন করে।

পরে ১৪ নভেম্বর সকাল ১০ টার দিকে মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক ওরফে তারা মিয়াকে ধরে নিয়ে যায়। পরে ওই দিন নুরুল হক ওরফে তারা মিয়া ও গোপাল চন্দ্র কর’কে নগরীর থানার ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান, বিএম

Loading


শিরোনাম বিএনএ