30 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » এবার সাতকানিয়ায় ১৭৪ টি মন্ডপে পূজার প্রস্তুতি

এবার সাতকানিয়ায় ১৭৪ টি মন্ডপে পূজার প্রস্তুতি

সাতকানিয়ায় ১৭৪ টি মন্ডপে পূজার প্রস্তুতি

সাতকানিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি: এবার সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৭৪ টি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে। দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভায়  সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি বলেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে কিছু দুষ্কৃতকারী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শান্তি-সম্প্রীতি বজায় রেখে তাদের এ চেষ্টা আমাদের রুখে দিতে হবে। সতর্ক থাকতে হবে তাদের উস্কানি থেকে। সহযোগিতা নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর।

বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে সভায় প্রতিটি পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, জেনারেটর দিয়ে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত, পূজা মন্ডপের আশপাশে মাদকের বেচাকেনার বিষয়ে সতর্ক থাকার সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় তিনি প্রতিটি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, মেডিকেল অফিসার ডাঃ রায়হান ছিদ্দিকী,ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার এস,এম, হুমায়ুন কার্ণায়েন,চেয়ারম্যানদের মধ্যে সাতকানিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সেলিমউদ্দিন, ছদাহার চেয়ারম্যান মোঃ মোরশেদুর রহমান, কেঁওচিয়ার চেয়ারম্যান মোঃ ওসমান আলী, বাজালিয়ার চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ধর্মপুরের চেয়ারম্যান নাসিরুদ্দিন, সোনাকানিয়ার চেয়ারম্যান জসিমউদদীন, নলুয়ার চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সাতকানিয়া উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্যও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ।

বিএনএনিউজ২৪, এসএমএন কে, জিএন,

Loading


শিরোনাম বিএনএ