22 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ভাইয়ের কোলে চড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আশরাফ

ভাইয়ের কোলে চড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আশরাফ

ভাইয়ের কোলে চড়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন আশরাফ

বিএনএ,বোায়ালখালী: ভাইয়ের কোলে চড়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মো. আশরাফ উদ্দিন। জন্মগত ভাবে তার দুইটি পা ও ডান হাত নেই। শারীরিকভাবে অক্ষম হলেও মেধা আর মননে প্রত্যয়ী এক কিশোর আশরাফ।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বড় ভাই মো. সালাউদ্দিন ইমরানের কোলে চড়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন আশরাফ। বাম হাতে লিখে সে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এসএসসির গণিত পরীক্ষা শেষে কথা হয় আশরাফের সাথে।আশরাফ জানায়, পশ্চিম গোমদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র সে।লেখাপড়া করে অনেক দূর এগোতে চায় সে।
আশরাফ বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদী নাসির উদ্দিনের চার ছেলে মধ্যে চতুর্থ সন্তান। জেএসসিতে সে জিপিএ ৩ দশমিক ১৪ পয়েন্ট পেয়েছে।

আশরাফের বড় ভাই সালাউদ্দিন জানান, জন্মের পর থেকে আশরাফের ডান হাতের কব্জি নেই। তার দুই পা অচল। বাম হাতেই তার সবকিছু। আশরাফ পড়ালেখায় আগ্রহী হওয়ায় আমরা তাকে সহযোগিতা করে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

আশরাফের বাবা নাসির উদ্দিন ব্যবসায়ী ছিলেন। তিনি এখন অবসর জীবন কাটাচ্ছেন।আশরাফের দুই ভাই সরকারি চাকুরীজীবী এবং আশরাফকে কোলে করে নিয়ে আসা আরেক ভাই সালাউদ্দিন একজন ব্যবসায়ী।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র