36 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » শৈলকুপায় নকল ওষুধ কারখানায় হানা

শৈলকুপায় নকল ওষুধ কারখানায় হানা

শৈলকুপায় নকল ওষুধ কারখানায় হানা

বিএনএ,ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে মো. আলমগীর হুসাইনের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এ সময় ওষুধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট জব্দ করা হয়। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বনি আমিন জানান, অভিযুক্ত আলমগীর দীর্ঘদিন ধরে রোবেক্স ফার্মার জাইমো প্লাস ওষুধটি ভেজাল ভাবে উৎপাদন করে বাজারজাত করে আসছিল। অভিযুক্তের বাড়িতে ওষুধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট পাওয়া যায়।

অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করে নেওয়ায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ আইনবলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়।

এসময় শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মামুন খান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলায় এমন বহু কারখানা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে অভিযোগ উঠেছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ