28 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » ফটিকছড়িতে ‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে রাতভর পিটুনি, নিহত ১

ফটিকছড়িতে ‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে রাতভর পিটুনি, নিহত ১


বিএনএ, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ‘মব’ সৃষ্টি করে তিন কিশোরকে বেঁধে পেটানো হয়েছে। এতে রিহান মহিন (১৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ভোরে কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেইঙ্গার মূখ ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। এঘটনায় রাহাত ও মানিক নামে আরো দুই কিশোর আহত হয়।

থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ও আহত ২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

নিহত কিশোর ওই এলাকার সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমান সওদাগরের একমাত্র ছেলে।

জানা যায়,রাত সাড়ে ৩ টার তালুকদার বাড়ির একটি সড়কের উপর সাগরসহ স্থানীয় ৫/৬ জন কিশোর দাঁড়ানো অবস্থায় ছিল। সেখানে তাদেরকে দেখে স্থানীয় কিছু লোক ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন জনৈক হাফেজ বখতিয়ারের একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে পাশ্ববর্তী চেঙ্গার মূখ ব্রিজের ওপর নিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করতে থাকে। খবর পেয়ে মাহিনের বাবা-মা ঘটনা স্থলে গেলে তাদের সামনে একমাত্র ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এতে বাধা দিলে মাহিনের বাবাকে ও মারধর করে আহত করে।

এঘটনায় ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মাইজপাড়ার মানিক ও রাহাত নামের দুই কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করে। তারা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর আহমদ বলেন,এ ঘটনায় জড়িত সন্দেহে জনৈক আবুল কাসেম লেদুর ছেলে নোমান ও জনৈক মৃত মাহমদুল হকের ছেলে আজাদ নামের দুই তরুণকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা রহস্য বের করতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ