বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে শুক্রবার (১০ অক্টোবর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে। খবর এএফপি’র।
ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) জানায়, উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটার বা তার চেয়েও বেশি হতে পারে। উপসাগর ও প্রণালী এলাকাগুলোতে ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে তারা।
সংস্থাটি এই অঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার অথবা আরও ভেতরের দিকে চলে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, মাত্র ১০ দিন আগে (৩০ সেপ্টেম্বর) ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
