21 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১৭

ভারতে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণ, নিহত ১৭

INDIA FIRE

বিশ্ব ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) প্রদেশটির আনাকপল্লের অচ্যুতপুরমের বিশেষ অর্থনৈতিক জোনে এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

ফার্মা কোম্পানির এক কর্মকর্তা তাদের চার কর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাদের প্ল্যান্টের রিয়েক্টর থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এছাড়া আহতদের এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, প্ল্যান্টটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন। ভয়াবহ এ বিস্ফোরণটি হয়েছে দুপুরের খাবারের বিরতির সময়। ফলে বেশিরভাগ কর্মী ওই সময় প্লান্টের ভেতর ছিলেন না। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু বিস্ফোরণস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি কাজ করে। এছাড়া উদ্ধার কাজের জন্য ডাকা হয় ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সকে।

দুর্ঘটনার পর প্লান্টের ভেতর ১৩ জন আটকে ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কালেক্টর।

এক্সেনসিয়া ফার্মা ইন্টারমিডিয়েট রাসায়নিক এবং ফার্মা উপকরণ তৈরি করে থাকে। ২০১৯ সালে ২০০ কোটি রুপি বাজেট নিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ