বিএনএ বিশ্ব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আলেকজান্ডার ডুগিনের মেয়ে সন্দেহভাজন গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। মস্কোর বাইরে একটি রাস্তায় বিস্ফোরণের পর দারিয়া দুগিনা নিহত হন।
রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামে পরিচিত। ধারণা করা হচ্ছে, ডুগিন হয়তো এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।
ডুগিন হচ্ছে চরম জাতীয়তাবাদী মতাদর্শী। মেয়েকে তিনি মস্কোর কাছে একটি এস্টেটে আয়োজিত উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে দর্শন বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন ডুগিন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ডুগিন ও তার মেয়ের একইসঙ্গে ওই অনুষ্ঠান থেকে ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ডুগিন একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত বদল করেছিলেন।
তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে, বলশিয়ে ভায়াজেমি গ্রামের কাছে দরিয়া দুগিনার গাড়িটি বিস্ফোরিত হয়েছে। ফরেনসিক ও বিস্ফোরক বিশেষজ্ঞরা তদন্ত বিষয়টি করছেন।
বিএনএনিউজ২৪/ এমএইচ