18 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের ২১ নাবিক কোয়ারেন্টিনে

চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের ২১ নাবিক কোয়ারেন্টিনে

এমভি সেরেন জুনিপার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসা সারবাহী একটি জাহাজের ৭ জনের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তাই জাহাজে থাকা ২১ নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছেন বন্দর স্বাস্থ্য কর্মকর্তা। ওই নির্দেশনার পর সারবাহী এমভি সেরেন জুনিপার নাম জাহাজটি থেকে পণ্য খালাস বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (২২ আগস্ট) চট্গ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। গত ১৯ আগস্ট থেকে জাহাজটির কোয়ারেন্টিন শুরু হয়েছে।

জানা যায়, জাহাজটিতে ৪৬ হাজার ৩০০টন ডিএপি সার রয়েছে। গত ১২ অগাস্ট চীনের বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে আসে। জাহাজটিতে ২১ জন নাবিক রয়েছেন। এর মধ্যে ১৬ জন ফিলিপাইনের, ৩ জন ইউক্রেনের, ১ জন রাশিয়ার ও ১ জন রোমানিয়ার।

বন্দর সচিব ওমর ফারুক জানান, জাহাজের ৭ জন নাবিকের উপসর্গ রয়েছে জানানো হয়। এরপর ওই জাহাজে স্বাস্থ্য সহকারী পাঠিয়ে সব নাবিকের নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সব নাবিককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ