20 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দরিদ্র রোগীরা ফ্রিতে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার পাবেন যেখানে

দরিদ্র রোগীরা ফ্রিতে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার পাবেন যেখানে

দরিদ্র রোগীরা ফ্রিতে যেখানে পাবেন হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার

বিএনএ, ঢাকা: হৃদরোগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার দিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা দেয়া হয়েছে।

রোববার(২২ আগস্ট) অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া হৃদরোগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

সরকারি পর্যায়ে হৃদরোগে আক্রান্তদের জন্য দেশের সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু সেখানে অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন কিংবা রিং বসাতে হয়। তাদের অনেকের আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ হয় না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্ধ দেন।

অনুদানের এই টাকায় হাসপাতালে চিকিৎসা নেয়া গরিব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ রিং ও ১০০ পেসমেকার ক্রয় করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ডা. জুলফিকার লেনিন, হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

বিএনএনিউজ২৪, ওজি,জিএন

Loading


শিরোনাম বিএনএ