17 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ৩০ মামলার আসামি গ্রেপ্তার

৩০ মামলার আসামি গ্রেপ্তার

৩০ মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৩০ মামলার আসামি ডাকাত মো. আলমগীর প্রকাশ দিদারকে(৫০) এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২১ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে বাঁশখালী থানাধীন কালিপুর ইউপি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর প্রকাশ দিদার বাঁশখালী থানার মধ্য ইলশা বাহারছড়া ইউপি’র মৃত জামাল আহমদের ছেলে।
তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে। আরেকজন হলেন একই এলাকার মৃত জাগের আহাম্মদের ছেলে মো. বাদশা (৪০)। এসময় তাদের কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ২ টি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।
র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ২ টি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র কেনাবেচাসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে তিনি জানান।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ