বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৫ জন মারা গেলেন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৬।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৩৩২ ডেঙ্গু ভর্তি আছেন, তাদের মধ্যে ৯৫২ জন ঢাকার বাইরে।
বিএনএনিউজ/এইচ.এম।