বিএনএ, ঢাকা : উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকায় পৌঁছাবে। দলটি রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
তিনি জানান, ‘বিদেশি চিকিৎসকরা আসবেন এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। যদি তাদের মতামত হয় যে কাউকে বিদেশে পাঠানো দরকার, তাহলে আমরা সে দায়িত্ব নেব। তবে যদি তেমন প্রয়োজন না হয়, তাহলে দেশে থেকেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে।’
বিএনএনিউজ/এইচ.এম।