32 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » শিক্ষার্থীদের বাধার মুখে কলেজে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

শিক্ষার্থীদের বাধার মুখে কলেজে ফিরলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব


বিএনএ, ঢাকা: উত্তরার মাইলস্টোন কলেজের সামনে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভের মুখে কলেজের ভেতরে ফিরে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার দিয়াবাড়ি মোড়ে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আজ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও  শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সাড়ে ৪ ঘণ্টার পরিদর্শন শেষে তারা কলেজ থেকে বের হওয়ার সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে পরে কলেজের ভেতর চলে যান।

এ সময় শিক্ষার্থীরা কলেজের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন, ‘এক দুই তিন চার….আসিফ নজরুল গদি ছাড়, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়।’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’ তবে কলেজের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত  ৩১ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ