30 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৫
Bnanews24.com
Home » সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী,গাড়ি ভাঙচুর

সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী,গাড়ি ভাঙচুর


বিএনএ, ঢাকা: সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।শিক্ষার্থীরা  অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে।  একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

এর আগে  আন্দোলনরত হাজারো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তারা ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন।

এর আগে, দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

এ দিকে  শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মঙ্গলবার দুপুরে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

এ তথ্য জানানোর কিছুক্ষণ পরই পৃথক এক স্ট্যাটাসে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ