33 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কালুরঘাটে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযান স্থগিত

কালুরঘাটে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযান স্থগিত

কালুরঘাটে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযান স্থগিত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে যাত্রী নিখোঁজের ঘটনায় চালানো উদ্ধার অভিযান আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে কালুরঘাট-চান্দগাঁও ফায়ার সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, রোববার (২৩ জুন) সকাল ৬টায় আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে নৌকা থেকে নদীতে দুইজন যাত্রী পড়ে যান। এক যাত্রী নিখোঁজ হন। এরপর থেকে উদ্ধার অভিযান শুরু করে কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কালুরঘাটে ফেরি-নৌকার ধাক্কা: নিখোঁজ ১

নিখোঁজ রয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৪৮)। তিনি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মরহুম মেজর হাবিবুর রহমানের ছেলে।

এদিকে, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ