23 C
আবহাওয়া
৯:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার  ওপরে

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার  ওপরে

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার  ওপরে

বিএনএ, জামালপুর : জামালপুর জেলার ৭টি উপজেলা বানের পানিতে ভাসছে। যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে ৭৫ হাজার মানুষ।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ জানান, বর্তমানে যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে  প্রবাহিত হচ্ছে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, বন্যার পানিতে এ পর্যন্ত ১৭১৮ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এর মধ্যে ২৫ হেক্টর আমন বীজতলা, ২১৫ হেক্টর জমির আউশ ধান, ১৩২৬ হেক্টর পাট, ১২২ হেক্টর জমির শাকসবজি ও ৩০ হেক্টর জমির মরিচ পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায় জানান, বন্যা  পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিকভাবে তৎপর রয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, বকশীগঞ্জ ও সদর উপজেলার বন্যাকবলিতদের জন্য মোট ৩৫০ মেট্রিক টন চাল, নগদ ৭ লাখ টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে বরাদ্দ বাড়বে।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ