রাউজান(চট্টগ্রাম) : গত কয়েকদিনের টানা ভারী বর্ষন ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে মাছ শিকার করতে গিয়ে রাউজানের সুলতানপুর ছিটিয়া পাড়ায় নিখোঁজ ডাঃ এয়াকুব (৬০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার( ২২ জুন) সকাল ৮টার দিকে মরহুম নুর মোহাম্মদ ডাক্তারের বাড়ীর পেছনের পুকুর হতে এয়াকুবের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ডাঃ এয়াকুব গত ২০ জুন সোমবার বিকাল ৩ টার দিকে বাড়ির পাশে বিলে বন্যার পানিতে করেন্ট জাল বসিয়ে মাছ শিকার করতে গিয়ে ঘরে আর ফিরে আসেনি । এর আগে গত ২১ জুন মঙ্গলবার দমকল বাহিনীর সদস্য ও রাউজান থানার পুলিশ সুলতানপুর ছিটিয়া পাড়া এলাকা ও পাশ্ববর্তী এলাকার খাল ও বিলে তল্লাসী চালিয়েও ডাঃ এয়াকুবের কোন হদিস পায়নি।
ডাঃ এয়াকুব রাউজান পৌরসভার সুলতানপুর ছিটিয়া পাড়া এলাকার হারুন চেয়ারম্যানের বাড়ীর মৃত আবদুল গনীর পুত্র।
এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, এয়াকুবের মরদেহ উদ্ধারের পর ছুরুতহাল রিপোর্ট তৈরি এবং এ ব্যাপারে রাউজান থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বিএনএনিউজ২৪, শফিউল আলম, জিএন