৭:০২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত


বিএনএ, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষঅ ফের স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ জুন থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

মঙ্গলবার (২২ জুন) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, করোনার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এর আগে গত ২৩ মে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল।

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়।

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ