38 C
আবহাওয়া
৬:১৮ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » করোনা থেকে সুস্থ প্রায় ১৫ কোটি মানুষ

করোনা থেকে সুস্থ প্রায় ১৫ কোটি মানুষ

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মহামারি করোনাভাইরাসে থমকে গেছে গোটা বিশ্ব। অতিমারির কারণে স্থবির হয়ে আছে উন্নয়নের চাকা। প্রাণঘাতি ভাইরাস মোকাবিলায় বিশ্বের মোড়ল দেশগুলোও মাথা নুয়ে দিয়েছে। করোনাভাইরাস মেকাবিলায় বিভিন্ন দেশে চলছে লকাউন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে করোনা মোকাবিলায় বাংলাদেশেও  চলছে দ্বিতীয় দফা লকডাউন।

তবে ইতোমধ্যে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৪ কোটি ৭২ লাখের বেশি মানুষ।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (২২ মে) সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ লাখ ৫৭ হাজার ৭৪৬ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৯৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৯০১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ৩ হাজার ৪০৮ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৩৯৮ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৯ জন। মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৫২৭ জন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ