বিএনএ, ঢাকা: ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, আগামী ৭ জুন পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। মঙ্গলবার (২২ এপ্রিল) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ৭ জুন ঈদুল আজহা পালিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ নির্ধারণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আরবি মাস জিলহজের চাঁদ দেখা অত্যাবশ্যক। পাকিস্তানে সরকারিভাবে গঠিত চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন প্রান্তে চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করবে এবং তারপরেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে।
ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, সেখানে ২৮ মে জিলহজ মাস শুরু হলে, ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপন হতে পারে।
জ্যোতির্বিদরা সতর্ক করে বলেছেন, চাঁদ দেখার সময় এবং স্থানগত পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ঈদের তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে। তাই পাকিস্তানে ঈদের তারিখ আমিরাতের তুলনায় একদিন পরেও হতে পারে।
বিএনএনিউজ/ বিএম