বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হবে শুক্রবার (২৫ এপ্রিল)। বরাবরের মতো এবারও লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে এ খেলা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে তিন দিনের মেলা শুরু হবে। এ দিকে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে বৈশাখী মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বলীখেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলী খেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বলীখেলার মূল পর্বের উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। বিজয়ী বলীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন বলীখেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রামীণফোনের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা, লালদীঘি চত্বরকে আবদুল জব্বার সওদাগরের নামে নামকরণ, বলী খেলা চর্চার একাডেমি প্রতিষ্ঠা, আবদুল জব্বার সওদাগরকে স্বাধীনতা পুরস্কার প্রদান ও ইউনেস্কোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি নিয়ে শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বকশিরহাটের আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এ বলীখেলার প্রবর্তন করেছিলেন। প্রতি বছর ১২ বৈশাখ ঐতিহ্যবাহী এ বলী খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ব্রিটিশবিরোধী আন্দোলনে তরুণ ও যুবকদের উদ্বুদ্ধ করতে কুস্তি বা বলী খেলা শুরু করেছিলেন লালদীঘি মাঠে। সেই থেকে প্রতি বছর বৈশাখ মাসের ১২ তারিখ বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কালের বিবর্তনে এ বলীখেলা ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। রূপ লাভ করেছে প্রাণের মেলায়।
বিএনএনিউজ/ বিএম