বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ তিন শ্রমিক মারা গেছে। শুক্রবার (২২ এপিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার তমরদ্দি থেকে দুজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারে যাচ্ছিল।যাত্রা পথে তমরদ্দি-ওছখালি সড়কের উত্তর বেজুগোলিয়া এলাকায় পাওয়ার টিলার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুই হেলপার নিহত হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালকসহ তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনএ/ ওজি