25 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশসহ ৩ দেশের নাগরিকদের ওমানে প্রবেশ নিষেধ    

বাংলাদেশসহ ৩ দেশের নাগরিকদের ওমানে প্রবেশ নিষেধ    

বাংলাদেশসহ ৩ দেশের নাগরিকদের ওমানে প্রবেশ নিষেধ

বিএনএ বিশ্ব ডেস্ক:করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ,ভারত ও পাকিস্তান থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির করোনা প্রতিরোধ সুপ্রিম কমিটি।আগামি ২৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বুধবার(২১ এপ্রিল) ওমান নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

তবে এই নির্দেশনা ওমানের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু তাদেরকে অবশ্যই করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, টাইমস অব ওমান জানিয়েছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ওমানে এখন পর্যন্ত এক লাখ ৮৩ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে মারা গেছেন এক হাজার ৯২৬ জন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ