31 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল

কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিজ্ঞান অনুষদের হল রুমে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ড. ত্রিপ্তিশ চন্দ্র ঘোষ।
আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামসুজ্জামান মিল্কি, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা জজ মো: জাহাঙ্গীর, বৃহত্তর ময়মনসিংহ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো: আলম, প্রফেসর ডা. আজিজুর রহমান।

এসময় প্রফেসর ড. ত্রিপ্তিশ চন্দ্র ঘোষ বলেন,’ “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জীবনের নতুন অধ্যায়।
ভবিষ্যতে কোন পথে যাব সেটা এখনই আমাদের চিন্তা করতে হবে, এখন থেকেই আমাদের চিন্তা কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। আজকের ইফতার প্রোগ্রামে সবার উপস্থিতি প্রোগ্রামকে প্রাণবন্ত করেছে।”

এসময় তিনি শিক্ষার্থীদের ধুমপান ও মাদক গ্রহণের ভয়াবহতা নিয়েও আলোচনা করেন।

সভায় কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ইকরাম হোসেন বলেন, ‘আমাদের প্রাণের জেলার প্রতি সবাই দায়বদ্ধতা রাখবেন। সবার প্রতি কৃতজ্ঞ আজকের ইফতারে অংশগ্রহণ করার জন্য। সবার প্রতি অনুরোধ যেন আমরা আমাদের এলাকাকে রিপ্রেজেন্ট করতে পারি। এমন কোনো কাজ আমরা করব না যেন লোকে কিশোরগঞ্জের মানুষদের খারাপ বলে।”

আলোচনা সভার সঞ্চালনা করেন তাসমিয়া জাহান আশা ও তানভীর আঞ্জুম সাজন।

বিএনএ/আদনানি,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ