24 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধিতে বদ্ধপরিকর চীন: শি জিনপিন

মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধিতে বদ্ধপরিকর চীন: শি জিনপিন


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা বৃদ্ধিতে বদ্ধপরিকর। সেইসঙ্গে চীন ইউক্রেন সংকট সমাধান করতে চায় বলেও জানান শি জিনপিন।

চীনের প্রেসিডেন্ট তিন দিনের এক অনানুষ্ঠানিক সফরে সোমবার বিকেলে মস্কো পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২১ মার্চ) একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে মস্কোয় প্রেসিডেন্ট পুতিন এবং শি-জিনপিন বৈঠক করেছেন। দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে চীন কৌশলগত কর্মপন্থা বলে উল্লেখ করেছে ওই বিবৃতিতে। কৌশলগত ওই সম্পর্ক চীনের নিজস্ব মৌলিক স্বার্থসহ বিশ্বের চলমান গতিপ্রক্রিয়া বিবেচনা করেই করা হয়েছে।

ইউক্রেন সংকটের ব্যাপারে চীনের অবস্থান সুস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে ইউক্রেন সমস্যার ব্যাপারে চীন এবং রাশিয়ার দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন। চীন ওই সংকট সমাধানে ভূমিকা রাখবে বলেও জানানো হয়েছে। শি জিনপিন রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিশ্চয়তা দিয়ে বলেন: ইউক্রেন সংকটের একটা রাজনৈতিক সমাধানের ব্যাপারে চীনের গঠনমূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ