22 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের বিরুদ্ধে ১১০রানে ভারত জয়ী

বাংলাদেশের বিরুদ্ধে ১১০রানে ভারত জয়ী

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২২

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২২(  ICC Women’s Cricket World Cup 2022) ২২তম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১১০রানে ভারত জয়ী হয়েছে।  প্রথমে ব্যাট করে ভারত ৭উইকেট হারিয়ে ৫০ওভারে ২২৯রান সংগ্রহ করে। 

মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি।

২৩০রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নারী দল ২৪.২ওভার খেলে ৬৯রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে। এতে বাংলাদেশ নারী দলের ক্ষয়ের আশা ক্ষীণ হয়ে পড়ে।

বাংলাদেশের  ঋতুমনি ৩৭ রান দিয়ে ৩উইকেট, নাহিদা আক্তার ৪২রানে ২উইকেট এবং জাহানারা ৫২রানে মাত্র একউইকেট লাভ করেন।শেষ পর্যন্ত বাংলাদেশ নারী দল সবকটি উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ১১৯রান সংগ্রহ করতে সক্ষম হয়।

ভারতের পক্ষে ইয়াসটিকা ভাটিয়া ৮০বলে ৫০রান, শেফালি বর্মা ৪২ বলে ৪২ রান, স্মৃতি ৫১ বলে ৩০রান,পূজা ৩৩বলে ৩০রান পান।

বাংলাদেশের পক্ষে সালমা ৩২, মুর্শিদা খাতুন ১৯, শারমিন আক্তার সুপ্তা ৫,  নিগার ৩, রুমানা ২ রান সংগ্রহ করতে সক্ষম হন। ফারহানা  ও নাহিদা আকতার কোন রান পান নি। জাহানারা ১১বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

ভারতের সিনা রানা ৩০রান দিয়ে ৪উইকেট পেয়েছেন।

বাংলাদেশ একাদশ: শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাতিমা খাতুন ও জাহনারা আলম।

খেলার ফল: ১১০রানে ভারত জয়ী

আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ: বাংলাদেশের পরবর্তী খেলা

বিএনএনিউজ২৪.জিএন

Loading


শিরোনাম বিএনএ