33 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আমাদের এভাবে কী সম্মান দেখালো সাকিব, প্রশ্ন দূর্জয়ের

আমাদের এভাবে কী সম্মান দেখালো সাকিব, প্রশ্ন দূর্জয়ের


বিএনএ ডেস্ক:দেশের ক্রিকেটারদের সম্মান দেওয়া হয় না বলে এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন সাকিব আল হাসান। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাঈমুর রহমান দূর্জয় করেছেন পালটা প্রশ্ন।

রোববার (২১ মার্চ) বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে সাকিবের সম্মান প্রদর্শনবিষয়ক বক্তব্যের প্রতিক্রিয়া জানান দূর্জয়।

তিনি বলেন, ‘আরেকটা বিষয় বলেছে যে, সম্মান প্রদর্শন করা। আমরা তিনজন সাবেক অধিনায়ক বোর্ড পরিচালক হিসেবে আছি। তাদেরকে এভাবে বলা, সেটা কি সম্মান প্রদর্শন করা? এটা আপনাদের (গণমাধ্যমকর্মী) কাছে আমার প্রশ্ন।‘

সাকিব গতকাল সাক্ষাৎকারে বলেছিলেন, ‘নির্মম সত্যটা হচ্ছে, যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে, আমরা তাদের স্যার, হুজুর করতে থাকি দুই-একজন ছাড়া। যারা অল্প কয়টা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সঙ্গে এমন করি। আমাদের দেশে যারা ৫/৭ বছর খেলছে, তাদের সম্মান করি না।‘

সাকিব আরও বলেন, ‘আমাদের দেশের মানুষই যদি আমাদের সম্মান না করে, বোর্ড সম্মান না করে, ক্রিকেটাররা সম্মান না করে, অন্য দেশের মানুষ কীভাবে করবে?’

সন্ধ্যায় বিসিবি প্রেসিডেন্টের গুলশানের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠক হয়। মূলত নিউ জিল্যান্ড সফর নিয়ে এ বৈঠক। এতে সাকিবের সাক্ষাৎকারের প্রসঙ্গও ওঠে। পুরো ভিডিও দেখার পর বোর্ড সিদ্ধান্ত জানাবে এ বিষয়ে।

Loading


শিরোনাম বিএনএ