27 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নীলক্ষেতে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে

নীলক্ষেতে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা: রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্ঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) সন্ধা ৭ টা ৪৫ মিনিটের দিকে ইসলামিয়া সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে দেখা যায়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের জায়গায় বইয়ের দোকানপাট ছিলো। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেটের উত্তর দিক থেকে আগুন লেগে পূর্ব দিকের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরে অনেকেই আটকা পড়ে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ একসঙ্গে কাজ করেছে। অনেক দোকানি আগুন থেকে বাঁচতে মার্কেটের বিভিন্ন দোকানের ছাদে উঠে সিঁড়ি বেয়ে নামার চেষ্টা করেন।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, ৩০-৪০ টা দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে নীলক্ষেত-নিউ মার্কেট রাস্তায় উৎসুক জনতার ভিড় ও গাড়ি চলাচল বন্ধ আছে। ফলে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ