19 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পুতিনের

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পুতিনের


বিএনএ, বিশ্বডেস্ক : পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে তিনি এ ঘোষণা দেন।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো পুতিনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘আমি স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-কে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার সিদ্ধান্তের নিন্দা করছি।’

এছাড়া পুতিনের এই সিধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।  এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার এই সিদ্ধান্ত হবে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ