27 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বিপিএলে ঢাকার বিপক্ষে চট্টগ্রামের জয়

বিপিএলে ঢাকার বিপক্ষে চট্টগ্রামের জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিপিএলে ঢাকাকে হারিয়ে দ্বিতীয় জয় পেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম  তৃতীয় ম্যাচে ৬ উইকেটে ঢাকা কে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নিয়েছে বন্দরনগরীর দলটি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি দুর্দান্ত ঢাকার টপ অর্ডার ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাসিথ ক্রুসপুলের সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৬ রান তুলতে সক্ষম হয় ঢাকা।

চট্টগ্রামের পক্ষে দু’টি করে উইকেট নিয়েছেন দুই ফাস্ট বোলার আল আমিন হোসেন এবং বিলাল খান।

জয় পেতে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিমের ম্যাচ সেরা ৪৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৩৭ রান করে ১০বল হাতে রেখেই সহজে জয় তুলে নেয় চট্টগ্রাম।

এ নিয়ে বিপিএলে প্রায় প্রতিটি ম্যাচই জিতলো রান তাড়া করা দল। অর্থ্যাৎ, টস জয় মানেই ম্যাচ জয়। কারণ, টস জিতলেই ফিল্ডিং এবং রান তাড়া করতে গিয়ে সহজেই ম্যাচ জিতে বেরিয়ে আসছে দলগুলো।

সংক্ষিপ্ত স্কোর

দুর্দান্ত ঢাকা: ১৩৬/৮, ২০ ওভার (লাসিথ ক্রুসপুলে ৪৬, ইরফান শুকুর ২৭, তাসকিন ১৫; আল আমিন ২/১৫, বিলাল খান ২/২৮)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৭/৪, ১৮.২ ওভার (তানজিদ তামিম ৪৯, নজিবুল্লাহ জাদরান ৩২*, শাহাদাত দিপু ২২; শরিফুল ইসলাম ২/৪০)

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ