34.3 C
আবহাওয়া
৭:৫১ অপরাহ্ণ - মে ১২, ২০২৫
Bnanews24.com
Home » ফেরি ডুবির ৬ দিন পর মিলল সহকারী মাস্টারের মরদেহ

ফেরি ডুবির ৬ দিন পর মিলল সহকারী মাস্টারের মরদেহ

মরদেহ উদ্ধার

বিএনএ, মানিকগঞ্জ : পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরিডুবির ৬ দিন পর ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের (৩৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ফেরিডুবির স্থান থেকে ১২ কিলোমিটার ভাটিতে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. হামিদ মিয়া মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি পাটুরিয়ায় তলা ফেটে ফেরিডুবির এ ঘটনা ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ