বিএনএ: বিশ্ব ইজতেমা উপলক্ষে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাত্রী পরিবহণ করবে মেট্রোরেল। প্রথমবারের মতো আজ ৯ ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণের সুবিধার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহণ শুরু করে ডিএমটিসিএল। শুরু থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলাচল করছে মেট্রোরেল। ২৫ জানুয়ারি থেকে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলাচলের সময় নির্ধারণ করা হয়েছে।
এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসলিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বিএনএনিউজ/এ আর