34 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৮৮ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৮৮ হাজার ছাড়াল


বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বজুড়ে করোনার তাণ্ডব কিছুতেই থামানো যাচ্ছেনা। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন আক্রান্ত রোগী। এপর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ৮৮ হাজার। আর আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ১৮৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ লাখ ৮৮ হাজার ৩৯২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৫ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৫৯৭ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৯ হাজার ৮৭৭ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ৯৭ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ১৪৭ জনের।

তৃতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৮৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৬৯ জনের।

মৃত্যু বিবেচনায় মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে শুক্রবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৯৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জনের।

যুক্তরাজ্য মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৫৩ হাজার ৭৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭৬৫ জনের।

আক্রান্ত বিবেচনায় চতুর্থ এবং মৃতের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ১৬ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৮১০ জনের।

মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় অষ্টম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৮ হাজার ২২১ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ হাজার ২০২ জনের।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ