বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক প্রধান মোহাম্মদ ঘাদামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ওই এলাকায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
২০০৪ সালের জুনে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি পেট্রোল ট্যাঙ্কার ও একটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি লোক মারা যায়।
বিএনএনিউজ/এইচ.এম।