25 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ৭২ ঘণ্টায় ইসরায়েলের ২৫ সেনা নিহত, ৪১টি সামরিক যান ধ্বংস

৭২ ঘণ্টায় ইসরায়েলের ২৫ সেনা নিহত, ৪১টি সামরিক যান ধ্বংস


বিএনএ, বিশ্বডেস্ক :  হামাসের সামরিক শাখা  আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানান,, গত ৭২ ঘণ্টায় হামাস যোদ্ধারা ২৫ জন ইসরাইলি সেনাকে হত্যা ও ৪১টি সামরিক যান ধ্বংস করেছে।

নিহত ২৫ সেনার মধ্যে ৭ জন মারা গেছে অনেকটা মুখোমুখি সংঘর্ষের সময়। এছাড়া একটি ভবনে অবস্থান করা সেনাদের লক্ষ্য করে হামলা চালালে সেখানে পাঁচজন নিহত হয়। এর পাশাপাশি একটি সেনানিবাসে হামাস যোদ্ধারা মর্টার শেল নিক্ষেপ করলে চার সেনা মারা যায়।

তিনি বলেন, “আমরা দুটি টানেল ও একটি বাড়িতে বিস্ফোরক পেতে রেখেছিলাম। শত্রু সেনারা সেসব স্থানে ঢোকামাত্র বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করেছি।”

উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দফায় দফায় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। কিন্তু যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন- লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ