25 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি সরবরাহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি সরবরাহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি সরবরাহ চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সদরে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় করা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর থানার এক নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জের বন্দরের মৃত ওসমান গনি দেওয়ানের ছেলে রবিন দেওয়ান (৪২), সদরের মৃত আব্দুল কালামের ছেলে সোবাহান শান্ত (৪০) এবং একই থানার মৃত শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৮)।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড করার পাশাপাশি কম্পিউটারের হার্ডডিক্সে পর্নোগ্রাফি সংরক্ষণ করে। এছাড়া তারা টাকার বিনিময়ে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করতো। গ্রেপ্তারের পর প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা এসব কথা স্বীকার করেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ