বাঁশখালীতে শিশুর মরদেহ উদ্ধার
24 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বাঁশখালীতে শিশুর মরদেহ উদ্ধার

বাঁশখালীতে শিশুর মরদেহ উদ্ধার


বিএনএ,চট্টগ্রাম : বাঁশখালীতে হারিয়ে যাওয়া এক শিশুর রক্তাক্ত মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় এবং উদ্ধার করে। নিহত তাহমিদ (৫) নামের ওই শিশু পুঁইছুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. আলমের পুত্র। উল্লেখ্য, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শিশুটি হারিয়ে গিয়েছিল।

তাহমিদের ফুফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইমরান জানান, মঙ্গলবার দুপুর থেকে তাহমিদ নিখোঁজ ছিল। দুইদিন পর বৃহস্পতিবার ভোরে পুকুরে মৃত ও রক্তাক্ত অবস্থায় তাকে ভাসতে দেখে স্থানীয়রা। ধারণা করছি, গত রাতে হত্যা করে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ নিউজ/রেহানা,ওজি

Total Viewed and Shared : 1 1270 , 41 views and shared


শিরোনাম বিএনএ