বিএনএ, কক্সবাজার : দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এক নোটিশে এ সিদ্ধান্ত জানায় জেলা আওয়ামী লীগ।
তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের কাছে কারণ দর্শাতে বলা হয়েছে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এ সংসদ সদস্য এবার দলীয় মনোয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। তার একমাত্র ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন।
এদিকে, গত মঙ্গলবার পেকুয়ায় নির্বাচনি কার্যালয় উদ্বোধনে গিয়ে জাফর আলম যে বক্তব্য দেন, সেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর জেরে তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
অব্যাহতির বিষয়ে জানতে জাফর আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
বিএনএনিউজ/এইচ.এম।