17 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের দাফন সম্পন্ন

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের দাফন সম্পন্ন

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের দাফন সম্পন্ন

বিএনএ, বোয়ালখালী : প্রবীণ আওয়ামী লীগ নেতা, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এ সময় এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় হাজারও মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ শিকদার।

জানাজায় অংশ নেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা এসএম আবুল কালাম, পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুীর মোহাম্মদ গালিব সাদলী, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, সাবেক পৌর মেয়র আবুল কালাম আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, সিনিয়র সহকারী কমিশনার মোজাম্মেল হক চৌধুরী অপু, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ, আওয়ামী লীগ নেতা এসএম মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরন্নবী চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. শহীদুল্লাহ প্রমুখ।

দুপুর ২টায় সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেল চারটার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো.নুরুল আলম। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ