27 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপিকে লাল ব্যাজ ধারণের পরামর্শ তথ্যমন্ত্রীর

বিএনপিকে লাল ব্যাজ ধারণের পরামর্শ তথ্যমন্ত্রীর


বিএনএ, ঢাকা : বিএনপি পেট্রলবোমা মেরে মানুষকে হত্যা করেছে এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সৈনিক হত্যা করেছেন, সেজন্য বিএনপিকে জনগণের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে আগে লাল ব্যাজ ধারণ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী এবং চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ পরামর্শ দেন তিনি।  এ আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

সে সময় তথ্যমন্ত্রী আরও বলেন, এখন বিএনপি সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কালো ব্যাজ ধারণ করছে। বিএনপিকে অনুরোধ জানাবো, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন সীমান্তহত্যা কি পরিমাণ ছিল। আর এখন কোন পর্যায়ে আছে। সেই পরিসংখ্যানটা একটু খতিয়ে দেখার জন্য। আমাদের সরকার চেষ্টা করছে এ সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে। সেজন্য আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে।

সে সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জনগণ পাশে থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আয়োজিত স্মরণসভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ